দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ভারতে মানবাধিকার ও স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন থেকে ভিয়েতনাম সফরে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবানের রোষানলে আফগান গণমাধ্যম দিনদিন হয়ে পড়ছে দুর্বল থেকে দুর্বলতম। ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখলের পর থেকেই সাংবাদিকেরা হুমকি-ধমকি ও হয়রানিতে বাধ্য হচ্ছেন পেশা ছাড়তে। অনেকেই জীবন বাঁচাতে দেশত্যাগ করে পাড়ি জমিয়েছেন বিদেশে।